Khoborerchokh logo

২০২০সালের রোল নিয়েই ২০২১সালে পরের ক্লাসে উত্তীর্ণ হবে শিক্ষার্থীরা । 188 0

Khoborerchokh logo

২০২০সালের রোল নিয়েই ২০২১সালে পরের ক্লাসে উত্তীর্ণ হবে শিক্ষার্থীরা ।

কোভিড-(১৯) করোনা ভাইরাসের কারনে এ বছর সকল শিক্ষার্থীই অটো প্রমোশন পাবে বলে আগেই ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা,হচ্ছেও তাই।অবশ্য এসাইনমেন্টসহ বিভিন্নভাবে সবাইকে মূল্যায়ন করা হচ্ছে। তবে মূল্যায়নের ফলাফল যাই হোক,এ বছর যে রোল নম্বর আছে সেটা নিয়েই শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হবে।
গতকাল সোমবার গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, প্রাথমিকের শিক্ষার্থীদের ১৬ মার্চ পর্যন্ত যে ক্লাসগুলো হয়েছে,সে সময় তাদের ক্লাস টেস্ট নেয়া হয়েছিল,শিক্ষকরাও পড়িয়েছেন।মূল্যায়নের ক্ষেত্রে এসব বিবেচনায় আনা হবে।এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির মধ্যে সংসদ টেলিভিশন, বেতার, কমিউনিটি রেডিও এবং জুম প্ল্যাটফর্মে শিক্ষা কার্যক্রম চালানো হয়েছে, অনেক শিক্ষক শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে পড়া দিয়ে তা আদায় করেছেন,মোবাইল ফোনের মাধ্যমে শিক্ষকরা শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহযোগিতা করেছেন।সেগুলোও মূল্যায়ন করা হবে।তবে এসব বিষয় মূল্যায়ন করা হলেও তা পরের শ্রেণিতে উত্তীর্ণের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না জানিয়ে তিনি বলেন,এ বছর আনুষ্ঠানিক কোনো পরীক্ষা হচ্ছে না।সেটা মাথায় রেখেই মূল্যায়ন করা হবে।শিক্ষার্থীদের আগের রোল নম্বরই ফলো করা হবে।সবাই পরবর্তী ক্লাসে অটো প্রমোশন পাবে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com